ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

রুয়েটে প্রথমবর্ষের ওরিয়েন্টেশন ক্লাস স্থগিত

প্রকাশিত: ০২:৩৪ পিএম, ১৩ জানুয়ারি ২০১৬

দেশব্যাপী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ওরিয়েন্টেশন কোর্স ও ক্লাস স্থগিত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক নীরেন্দ্র নাথ মুস্তফী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন (পরিজ্ঞান সভা) অনুষ্ঠানের তারিখ নির্ধারিত ছিল। এছাড়া ক্লাশ শুরু হওয়ার তারিখ নির্ধারিত ছিল ১৬ জানুয়ারি। শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে তা স্থগিত করা হয়েছে। দ্রুত ওরিয়েন্টেশন কোর্স ও ক্লাশ শুরুর তারিখ জানিয়ে দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে রুয়েটের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ জাগো নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ও ক্লাশ স্থগিত করা হয়েছে।

রাশেদ রিন্টু/এমজেড/আরআইপি