ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

মহাত্মা গান্ধী আন্তর্জাতিক পুরস্কার পেলেন রাবি অধ্যাপক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | রাবি | প্রকাশিত: ০৬:৫২ পিএম, ১৫ মার্চ ২০২২

চারুকলা ও শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ‘মহাত্মা গান্ধী আন্তর্জাতিক পুরস্কার ২০২২’ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক ড. হীরা সোবাহান।

রোববার (১৩ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বারাসাতে অবস্থিত রবীন্দ্র কমপ্লেক্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

ভারত-বাংলাদেশের মেধাবী ব্যক্তিদের নিয়ে বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে অল ইন্ডিয়া মহাত্মা গান্ধী লিটারেসি মিশন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শতাব্দী রায় ও কারামন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন কাজী আবদুর রশীদ।

অধ্যাপক হীরা সোবাহান বলেন, ‘এটি আমার জীবনের প্রথম আন্তর্জাতিক পুরস্কার। কাজের স্বীকৃতির যে কোনো পুরস্কারই একজন শিল্পীকে নবসৃষ্টির প্রেরণা জোগায়। এ সম্মাননা প্রাপ্তিতে আমি খুবই আনন্দিত।’

মনির হোসেন মাহিন/এসআর/এএসএম