ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

র‍্যাগিংয়ের বিরুদ্ধে সতর্ক অবস্থানে কুবি প্রক্টরিয়াল দল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | কুমিল্লা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৯:৪৬ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২

দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী ভর্তি নেয়। এ সব শিক্ষার্থীরা অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করেন। স্বপ্নের ক্যাম্পাসে এসে র‍্যাগিংয়ের শিকার হয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন অনেকে। ফলে পড়াশোনাও ছেড়ে দেন অনেক শিক্ষার্থী। তাই র‍্যাগিং নিয়ে প্রথম থেকেই সতর্ক থাকছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রক্টরিয়াল দল।

রোববার (২৭ ফেব্রুয়ারি) কুবিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। তাই আজ থেকেই সক্রিয় থাকবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল দল। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মুহাম্মদ কামাল উদ্দিন।

তিনি বলেন, নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ক্লাস করতে বিশ্ববিদ্যালয়ে আসছে। তারা যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতিতে না পড়ে তাই আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি। প্রতিটা বিভাগের চেয়ারম্যান, অনুষদের ডিন এবং সব প্রভোস্টদের এ বিষয়ে সতর্ক থাকতে বলে দেওয়া হয়েছে। আশা করি র‍্যাগিংয়ের মতো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

তিনি আরও বলেন, আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সতর্ক থাকবো। যদি এমন কিছু ঘটে তবে আমাদের জানানো মাত্র ব্যবস্থা নিবো।

এসজে/এমএস