ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি

প্রকাশিত: ০৭:৩২ এএম, ১১ জানুয়ারি ২০১৬

বৈষম্যমূলক অষ্টম পে-স্কেলের প্রতিবাদে ও শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেলসহ পাঁচ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে কুবির সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।

সোমবার সকাল থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা লাগাতার এ কর্মবিরতি পালন শুরু করেছেন। কুবির প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি আইনুল হক জাগো নিউজকে জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে। তবে কুবির একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও প্রশাসনিক কার্যক্রম চালু রয়েছে বলে তিনি জানিয়েছেন।

এদিকে, কুবিতে শিক্ষকদের এ কর্মবিরতির ফলে সোমবার পূর্ব নির্ধারিত ছয়টি বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে, বন্ধ রয়েছে সকল বিভাগের ক্লাস। গত রোববার লাগাতার এ কর্মবিরতির ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।   

মো. কামাল উদ্দিন/এমজেড/এমএস