ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ইবিতে শিক্ষকদের কর্মবিরতি চলছে

প্রকাশিত: ০৬:৩৪ এএম, ১১ জানুয়ারি ২০১৬

অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বৈষম্য দূরীকরণ ও বৈষম্যমূলক কাঠামো প্রত্যাখান এবং পুনঃনির্ধারণের দাবিতে কর্মবিরতি পালন করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এ উপলক্ষে সোমবার কোনো বিভাগের ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত। তবে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলছে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যহাত থাকার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এমতাজ হোসেন।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক ঘোষিত পূর্ব নিবর্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ইবি শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষকরা এ কর্মবিরতি পালন করছে।

শিক্ষক নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, অষ্টম জাতীয় বেতন কাঠামোতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে। এই বেতন কাঠামো প্রত্যাখান ও পুনঃনির্ধারণ এবং শিক্ষকদের দেয়া প্রতিশ্রুতি পূরণ ও অন্যান্য অসঙ্গতি দূর করার দাবির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের আশানুরূপ কোনো পদক্ষেপ না নেয়ায় ও আমাদের ন্যায্য দাবি আদায়ে আমরা এই কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে তারা জানিয়েছেন।

এ ব্যাপারে ইবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এমতাজ হোসেন জাগো নিউজকে বলেন, বৈষম্যমূলক বেতন কাঠামো প্রত্যাখান ও পুনঃনির্ধারণ না হওয়া পর্যন্ত আমাদের এই লাগাতার কর্মসূচি অব্যাহত থাকবে।

এসএস/এমএস