ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

অব্যবস্থাপনায় বাকৃবিতে নবীনবরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৮:৫৬ এএম, ১০ জানুয়ারি ২০১৬

বিশৃঙ্খলা, আসন বিন্যাসের অব্যবস্থাপনা ও নানা অনিয়মের মধ্য দিয়ে রোববার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে শুরু হওয়া নবীনবরণ অনুষ্ঠানে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবর। এদিকে নবীন বরণ অনুষ্ঠানে গিয়ে ব্যাপক অনিয়ম লক্ষ্য করা গিয়েছে। আসন বিন্যাস নিয়ে অব্যবস্থাপনার কারণে অনুষ্ঠানে বসার স্থান হয়নি কৃষি প্রকৌশল ও কারিগরী অনুষদের ডিন অধ্যাপক মো. আবদুর রশিদসহ বেশ কিছু অফিসার ও কোন সাংবাদিকদের। এমনকি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার সময়ও বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়।

এবিষয়ে ডিন অধ্যাপক মো. আবদুর রশিদ জানান, আমি ওয়াশরুম থেকে ফিরে এসে দেখি আমার সিটে অন্য কেউ বসে আছে। তাই আমি অনুষ্ঠান থেকে চলে আসি। এটা প্রশাসনের ব্যর্থতা। আমিও প্রশাসনের একজন। এ বিষয়ে আমি কিছু বলতে রাজি না।

এ বিষয়ে ছাত্র বিষয়ক উপদেষ্টা ও নবীনবরণ বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান বলেন, কেউ যদি অন্য কারো সিটে না দেখে বসে পড়ে কিছু করার থাকে না। স্কাউটরা যথেষ্ট চেষ্টা করেছে। আসলে আমরা দু:খিত।

২০১৪ সালে দেশে চলমান রাজনৈতিক সংকটের কারণে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়নি। অথচ ওই বছর নবীনবরণের বিভিন্ন খরচ বাবদ ৬ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ ছিল। এমনকি ওই টাকার কোন হদিস নেই বলে একটি সূত্র থেকে জানা গেছে। এবছর নবীনবরণের বিভিন্ন খরচ বাবদ ৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এস.এম.আশিফুল ইসলাম মারুফ/এআরএস/আরআইপি