ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

চবিতে পরীক্ষা হবে সশরীরে, ক্লাস অনলাইনে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | চবি | প্রকাশিত: ০৯:১২ পিএম, ২১ জানুয়ারি ২০২২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সব ধরনের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে চলমান পরীক্ষাগুলো সশরীরেই নেওয়া হবে। আবাসিক হল ও শাটল ট্রেন যথানিয়মেই চলবে।

শুক্রবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় জাতীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। চবিতে সশরীরে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে অনলাইনে ক্লাস চলমান থাকবে। চলমান পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে। যাদের সময়সূচি দেওয়া হয়েছে, কিন্তু শুরু হয়নি তাদের পরীক্ষা ৬ ফেব্রুয়ারির পরে হবে।

আবাসিক হলের বিষয়ে রেজিস্ট্রার বলেন, আমাদের শিক্ষার্থীরা যে যেখানে আছে স্বাস্থ্যবিধি মেনে সেখানেই অবস্থান করবে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ হচ্ছে না। ৫০ শতাংশ কর্মকর্তা-কর্মচারী নিয়ে প্রতিদিন দাপ্তরিক কার্যক্রম চলবে।

রোকনুজ্জামান/এসআর