বেরোবি বন্ধে সিদ্ধান্ত কাল
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বন্ধের বিষয়ে শনিবার (২২ জানুয়ারি) হবে।
শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে কি না এ বিষয়ে শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের আগে থেকেই অনলাইন ও অফলাইনে ক্লাস-পরীক্ষার অনুমোদন নেওয়াই আছে। পরিস্থিতির ওপর বিবেচনা করে অনলাইন বা অফলাইনে ক্লাস ও পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আবাসিক হল খোলা রাখার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একটি বিশ্বস্ত সূত্র জানায়, হল বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।
এর আগে গত বছরের ৫ ডিসেম্বর একাডেমিক কমিটির ৩৫তম সভায় সশরীরের (অফলাইন) পাশাপাশি অনলাইনেও সব পরীক্ষা গ্রহণ করা যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
এসজে/এএসএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ যারা হলে ছাত্ররাজনীতি চায় না, তারা বিশেষ গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে
- ২ বুদ্ধিজীবী দিবসে জবি ছাত্রদলের চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা
- ৩ জবিতে ভর্তিযুদ্ধে অংশ নিতে ৮০ হাজারের বেশি শিক্ষার্থীর আবেদন
- ৪ একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে
- ৫ গোল্ডেন লাইনের বাস আটকে রেখেছে ইবি শিক্ষার্থীরা