অনলাইনে ক্লাস-পরীক্ষা অফলাইনে নেওয়ার দাবি রাবি শিক্ষক সমিতির
করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় অনলাইনে ক্লাস আর পরীক্ষা অফলাইনে নেওয়ার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি।
বুধবার (১৯ জানুয়ারি) রাবি শিক্ষক সমিতির সদস্য ড. সাজ্জাদ বকুল সই করা এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন পরিস্থিতি বেড়েই চলেছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশেও এর তীব্রতা বেড়েছে। দেশে গত কিছুদিন ধরে করোনায় আক্রান্ত হওয়ার হার বেড়ে যাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে প্রায় ৪০ হাজার মানুষের সমাগম হয়। বিভিন্ন বিভাগে এরই মধ্যে নতুন বর্ষের ক্লাস শুরু হয়েছে। অনেক বিভাগে পরীক্ষাও চলমান। সম্প্রতি করোনার প্রকোপ বেড়ে গেলেও অনেকের মধ্যে এখনও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে অনীহা লক্ষণীয়।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় শিক্ষক সমিতির কার্যালয়ে নির্বাহী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় চারটি বিষয়ে প্রস্তাব গ্রহণ করে সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়েছে।
প্রস্তাবগুলো হলো-বিশ্ববিদ্যালয়ে চলমান সব ধরনের ক্লাস সশরীর নেওয়ার পরিবর্তে যতদ্রুত সম্ভব অনলাইনে নেওয়ার ব্যবস্থা করা; ক্যাম্পাসে অবস্থিত সব ধরনের দোকানপাটে করোনার বিধিনিষেধ কঠোরভাবে পালনের উদ্যোগ নেওয়া; ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে কড়াকড়ি আরোপ করা এবং রাবি মেডিকেল সেন্টারে করোনা চিকিৎসার সুব্যবস্থা করা, বিশেষ করে প্রয়োজনীয় সংখ্যক অক্সিজেন সিলিন্ডার নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া।
রাবি শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ বকুল বলেন, অফলাইনে ক্লাস হলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে এসে দোকান, চত্ত্বরে, শ্রেণিকক্ষসহ বিভিন্ন জায়গায় আড্ডায় মেতে উঠছে। ফলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। তাই ক্লাস অনলাইনে নিতে প্রশাসনের কাছে চিঠি পাঠিয়েছি। তবে পরীক্ষা অফলাইনে হবে। কেননা প্রতিটি বিভাগ বিভিন্ন সময়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে পারবে।
এসআর/জিকেএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ রাবিতে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ২ পেছন থেকে ট্রাকের ধাক্কা, প্রাণে বেঁচে গেলেন চবি উপাচার্য
- ৩ প্রেমিককে ভিডিও কলে রেখে জাবির হলে ফাঁস নিলেন ছাত্রী
- ৪ যারা হলে ছাত্ররাজনীতি চায় না, তারা বিশেষ গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে
- ৫ বুদ্ধিজীবী দিবসে জবি ছাত্রদলের চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা