রাবি মেডিকেল সেন্টারের উপ-প্রধান চিকিৎসক করোনায় আক্রান্ত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেডিকেল সেন্টারের উপ-প্রধান চিকিৎসক ডা. মো. শামীম হোসাইন চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন।
রোববার (১৬ জানুয়ারি) বিকেলে মেডিকেলের প্রধান চিকিৎসক ডা. মো. তবিবুর রহমান শেখ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। ডা. মো. শামীম হোসাইন বৃহস্পতিবার (১৩জানুয়ারি) করোনায় আক্রান্ত হন তিনি।
ডা. মো. তবিবুর রহমান বলেন, তিনদিন আগে ডা. মো. শামীম হোসাইন করোনায় আক্রান্ত হন। তিনি বাসায় অবস্থান করছেন। সুস্থ না হওয়া পর্যন্ত মেডিকেলে ফিরবেন না বলে জানান প্রধান চিকিৎসক।
এএইচ/জেআইএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ প্রেমিককে ভিডিও কলে রেখে জাবির হলে ফাঁস নিলেন ছাত্রী
- ২ যারা হলে ছাত্ররাজনীতি চায় না, তারা বিশেষ গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে
- ৩ বুদ্ধিজীবী দিবসে জবি ছাত্রদলের চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা
- ৪ জবিতে ভর্তিযুদ্ধে অংশ নিতে ৮০ হাজারের বেশি শিক্ষার্থীর আবেদন
- ৫ একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে