ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

করোনার বিস্তার রোধে জাবিতে সশরীরে ক্লাস বন্ধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৮:০৫ পিএম, ০৬ জানুয়ারি ২০২২

করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে এ পদক্ষেপের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এতথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, রোববার (৯ জানুয়ারি) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাত্ত্বিক ক্লাসগুলো অনলাইনে নিতে হবে। স্বল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে একাধিক গ্রুপে আলাদা আলাদা কক্ষে ব্যবহারিক ও পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে। এ সিদ্ধান্ত উইকেন্ড প্রোগ্রামের জন্যও প্রযোজ্য থাকবে।

রেজিস্ট্রার আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও গেটের দোকানদার, রিকশাচালকসহ সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বড় পরিসরে আইসোলেশন করার কথাও ভাবা হচ্ছে। আপাতত, প্রতি হলে কমপক্ষে চারজন শিক্ষার্থীর জন্য আইসোলেশনের ব্যবস্থা করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

কোনো শিক্ষার্থীর করোনা উপসর্গ দেখা দিলে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র থেকে রেফারেন্স নিয়ে সাভার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ১০০ টাকায় করোনা পরীক্ষা করার অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা যাতে দ্রুত চিকিৎসা সেবা পান সেজন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক সই করা উদ্যোগ দেওয়া হবে। ক্যাম্পাসে বহিরাগতের আগমন নিষিদ্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো পিকনিক ও মিলনমেলার আয়োজন করা যাবে না বলেও জানান রেজিস্ট্রার রহিমা কানিজ।

মাহবুব সরদার/এসআর/জেআইএম