শাবিতে স্যোশাল ইন্টারেকশন রোবট আবিষ্কার
দেশের সর্বপ্রথম স্যোশাল ইন্টারেকশন রোবট তৈরি করলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ‘রোবো সাস্ট’ নামের একটি সংগঠনের এগার তরুণ মিলে রোবটটি তৈরি করে। গবেষণা শুরুর এক মাসের মধ্যে এই সাফল্য এনেছে দলটি।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে প্রথমবারের মত রোবটটি প্রদর্শন করে রোবো সাস্ট নামের সংগঠনটি।
‘রিবো’ নামের স্যোশাল ইন্টারেকশন রোবটটি সম্পর্কে বলতে গিয়ে সংগঠনটির সদস্যরা জানান, রোবটটি বাংলা কথা বলা ছাড়াও হাত মেলানো, চোখ ও চোখের ভ্রু নাড়াতে পারে, হাত উপর নিচ করতে পারে। এছাড়াও রোবটটি ডাকলে সাড়া দেয় এবং নাচতেও পারে। প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতা পেলে রোবটটিকে ভবিষ্যতে আরো উন্নতিকরণ করা হবে বলেও জানান রোবো সাস্টের সদস্যরা।
রোবটটি প্রদর্শনকালে উপস্থিত ছিলেন- জনপ্রিয় কথা সাহিত্যিক ও বিজ্ঞানী অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল এবং তার স্ত্রী ড. ইয়াসমীন হকসহ রোবো সাস্টের অন্যান্য সদস্যরা।
এ সময় এক মন্তব্যে ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, `শিক্ষার্থীদের উৎসাহ দিলে ভবিষ্যতে এ ধরনের কাজে তাদের আগ্রহ বাড়বে। এছাড়া তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রোবো সাস্টের সদস্যরা খুব অল্প সময়ে রোবটটি তৈরি করেছে সেজন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি।`
আব্দুল্লাহ আল মনসুর/এসএস/আরআইপি
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ৩ দিনব্যাপী ‘সংসক্তি সংঘট্ট: সাংস্কৃতিক প্রতিরোধ’ শুরু শুক্রবার
- ২ রাবিতে পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে ছয় শিক্ষার্থী
- ৩ জাবির ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে মানববন্ধন
- ৪ ঢাবিতে ‘গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ’ উদযাপন
- ৫ ঢাবি ক্যাম্পাসে ছাত্ররাজনীতি কেমন হবে নির্ধারণে বিশেষ কমিটি