ডোপ টেস্ট দিয়ে শাবিপ্রবিতে ভর্তি হচ্ছেন শিক্ষার্থীরা
শিক্ষার্থী মাদকাসক্ত কী না ডোপ টেস্টের মাধ্যমে তা পরীক্ষা করে ভর্তি নিচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
মঙ্গলবার (৪ জানুয়ারি) থেকে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের প্রথমবর্ষ ১ম সেমিস্টারের ভর্তি কার্যক্রম শুরু হয়। কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এ সময় উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘মাদকের বিষাক্ত কবলে তরুণরা আসক্ত। আমরা বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত রাখতে চাই। মাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে আছে। ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থীরা মাদকাসক্ত কী-না, তা নির্ণয় করছি। কোনো মাদকাসক্ত শিক্ষার্থীকে ভর্তি করব না।’
এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, মেডিকেল সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. মো. কবীর হোসেন, ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, অ্যাপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. আরিফুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মহিবুল আলম, ভর্তি কমিটির সদস্য সচিব চৌধুরী আবদুল্লাহ আল-হোসাইনী প্রমুখ উপস্থিত ছিলেন।
গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে র্যাংকিংয়ে থাকা প্রথম ৩৫০ জন শিক্ষার্থীকে ডাকা ভর্তির জন্য ডাকা হয়। এতে প্রথম শিক্ষার্থী হিসেবে ভর্তি হন র্যাংকিংয়ে তৃতীয় অবস্থানে থাকা মৌলভীবাজারের অভিষেক দাশ। তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন।
এছাড়া ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট admission.sust.edu.bd থেকে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন।
উল্লেখ্য, দেশে প্রথমবারের মতো ২০১৯-২০ সেশন থেকে ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম শুরু করে শাবিপ্রবি।
মোয়াজ্জেম আফরান/আরএইচ/এএসএম