ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জবির বিদায়ী বছর যেমন ছিল

রায়হান আহমেদ | প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ৩১ ডিসেম্বর ২০২১

মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে গত বছর (২০২০) সালের মার্চ থেকেই বন্ধ ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ২০২১ সালের ১০ মাসও বন্ধই ছিল ক্যাম্পাস। তবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় ৫৬৮ দিন পর গত ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়। শুরু হয় সশরীরে ক্লাস-পরীক্ষা। প্রাণ ফিরে ক্যাম্পাসে।

দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়াটাই ছিল ২০২১ সালে সবচেয়ে আলোচিত। তবে বন্ধের মধ্যে নানা ইস্যুতে আলোচনায় ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ২০২১ সালে জবির আলোচিত ঘটনা নিয়ে এই প্রতিবেদন।

ফজিলাতুন্নেছা মুজিব হল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য নির্মিত একমাত্র আবাসিক হলটি হলো ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’। তবে উদ্বোধনের বছর পার হলেও এখনো হলটি বুঝে পায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্মাণকাজ চলাকালে গত বছর অর্থাৎ ২০২০ সালের ২০ অক্টোবর সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান তড়িঘড়ি করে হলটির উদ্বোধন করেন। উদ্বোধনের পরও গত এক বছর কাজ চলমান থাকায় হলটি হস্তান্তর প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি।

হলটি উদ্বোধনের আগেই একজন প্রভোস্ট পূর্ণাঙ্গ মেয়াদে দায়িত্ব পালন করেন। তার মেয়াদ শেষ হওয়ায় গত ৫ মার্চ অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক শামীমা বেগমকে দুই বছরের জন্য হল প্রভোস্ট নিয়োগ করা হয়। তিনি দায়িত্ব নেওয়ার ১০ মাস পার হলেও এখনো হলে ওঠার সুযোগ পাননি ছাত্রীরা। সর্বশেষ ৮৫তম সিন্ডিকেট সভায় হলের প্রাথমিক নীতিমালা অনুমোদন হলেও সংশোধনী নীতিমালা এখনো ঝুলে আছে। এর মধ্যেই গত ১-১৫ অক্টোবর পর্যন্ত হলে ওঠার জন্য আবেদন আহ্বান করা হয়। ৬২৪ আসনের বিপরীতে হলে সিট পেতে আবেদন করেছেন তিন হাজার শিক্ষার্থী।

সর্বশেষ পরিস্থিতি বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক শামীমা বেগম বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর দেখছি, প্রক্রিয়া অনেক জটিল। হলের কাজ শেষ হওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়কে বুঝিয়ে দেবে। মন্ত্রণালয় বুঝিয়ে দেবে বিশ্ববিদ্যালয়কে। পরে আমাকে বুঝিয়ে দেবে বিশ্ববিদ্যালয়। এই বুঝে নিতে আর কমিটির সভা করতেই আমার অনেক সময় চলে গেলো। চেষ্টা করছি, দ্রুত সময়ে হল চালু করার।’

৮ বছর পর নতুন উপাচার্য
২০১৩ সালের মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মীজানুর রহমান চতুর্থ উপাচার্য হিসেবে যোগদান করেন। ২০১৭ সালের ২০ মার্চ তিনি আবার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পান। চলতি বছরের ১৯ মার্চ তার দ্বিতীয় মেয়াদকালও শেষ হয়। এরপর ১ জুন ঢাবির উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইমদাদুল হককে জবির নতুন উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়। ফলে ৮ বছর পর নতুন উপাচার্য পায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

নতুন ক্যাম্পাসে ৫৪১ কোটি টাকার কাজে গরমিল
কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের কাজ চলমান। গত আগস্টে নির্মাণকাজে বরাদ্দ অর্থের মধ্যে ৫৪১ কোটি টাকা নয়-ছয়ের অভিযোগ ওঠে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের অক্টোবরে একনেক সভায় ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন-ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্প অনুমোদন করা হয়। এতে ব্যয় ধরা হয় এক হাজার ৯২০ কোটি ৯৪ লাখ টাকা। ২০১৯ সালে ৮৯৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ১৮৮ একর জমি অধিগ্রহণ করা হয়।

২০২১ সালের ১১ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের অর্থনৈতিক বার্ষিক সভার তথ্যানুযায়ী, নতুন ক্যাম্পাসের জন্য ২০২০ সালের জুন পর্যন্ত এক হাজার ৪৪১ কোটি টাকা ব্যয় হয়। তবে এর মধ্যে ৫৪১ কোটি টাকা ব্যয়ের নির্দিষ্ট খাত জানাতে পারেননি প্রকল্প কর্মকর্তারা। বিষয়টি তদন্তের দাবিতে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠন। তাদের দাবির প্রেক্ষিতে ‘দুর্নীতি থাকলে তা দুদক খতিয়ে দেখবে’ বলে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। তবে ঘটনার প্রায় চার মাস পার হলেও এখনো তদন্তের বিষয়ে কোনো অগ্রগতি দেখা যায়নি।

jagonews24

জবির নতুন ক্যাম্পাসের নকশা উন্মোচন করা হয়। ছবি: সংগৃহীত

শিক্ষক রাজনীতিতে নতুন মেরুকরণ
করোনাভাইরাসের বছরে ক্যাম্পাস বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতে নতুন মেরুকরণ হয়েছে। শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে নীল দলের একাংশ। আবুল হোসেন-লুতফর প্যানেলটি সাবেক উপাচার্য ড. মীজানুর রহমানের সমর্থিত প্যানেলকে হারিয়ে নির্বাচিত হয়। ফলে দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতে নতুন মেরুকরণ হয়।

বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফেরা
করোনাভাইরাস পরিস্থিতি লকডাউনের কারণে রাজধানীতে এসে আটকা পড়েন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন হাজার শিক্ষার্থী। পরে শিক্ষার্থীদের দাবির মুখে রাজধানী থেকে নিজস্ব পরিবহন ও বিআরটিসির ভাড়া করা বাসে বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ১৭, ১৮ ও ১৯ জুলাই দেশের ৭ বিভাগের বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের পৌঁছে দেওয়া হয়। বিষয়টি বেশ প্রশংসিত হয়। পরবর্তীতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ও জবির মতো পদক্ষেপ নেয়।

১৪৮ কোটি ৮৭ লাখের বাজেট অনুমোদন
বিশ্ববিদ্যালয়ের ৮৫তম সিন্ডিকেটে গত ৬ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ অর্থবছরের ১৪৮ কোটি ৮৭ লাখ টাকার বাজেট পাস হয়। ওই সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেট ১২৮ কোটি ৬ লাখ ৪৫ হাজার টাকাও অনুমোদন করা হয়। এবারের বাজেটে গবেষণা খাতে গত অর্থবছরের চেয়ে তিন কোটি টাকা বাড়িয়ে পাঁচ কোটি করা হয়। তবে তা গবেষণা খাতে যথেষ্ট নয় বলে মনে করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

৬ শিক্ষার্থীর আত্মহত্যায় শোকাহত জবি পরিবার
বিদায়ী বছরের পাঁচ মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। অর্থনৈতিক চাপ, প্রেমঘটিত ও পারিবারিক কলহে মানসিক অবসাদগ্রস্ত হয়ে তারা আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজনদের। সর্বশেষ গত ২২ ডিসেম্বর রাজধানীর হাতিরঝিলের একটি বাসা থেকে সদ্য ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. মেহেবুল্লাহ তৌসিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নে বলে দাবি তার পরিবারের।

jagonews24

আত্মহত্যা করা জবির চার শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

২০ অক্টোবর ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া মেহজাবিন স্বর্ণা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ২৯ সেপ্টেম্বর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শেষবর্ষের শিক্ষার্থী অমিতোষ হালদার আত্মহত্যা করেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের পাটিকেলবাড়ি পূর্বপাড়াগ্রামে। ১৩ সেপ্টেম্বর রাজধানী বাড্ডার একটি বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী চন্দন পার্সি। ২০১২-১৩ শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থী ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

এছাড়া ২৮ আগস্ট চট্টগ্রাম নগরের ফ্লাইওভার থেকে পড়ে গুরুতর আহত হন ব্যবস্থাপনা বিভাগের আকবর হোসেন খান। এর চারদিন পর ১ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আকবরের গ্রামের বাড়ি সিলেটের মৌলভীবাজারে। তবে তার মৃত্যু রহস্যজনক বলে দাবি করা হয়। এটি মৃত্যু নাকি আত্মহত্যা তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে বন্ধুদের দাবি, এটি হত্যাকাণ্ড। পুলিশ এ মামলার তদন্ত করছে।

এরআগে ২২ আগস্ট রাজধানীর উত্তরার একটি কোচিং সেন্টার থেকে মেজবাহ উল আজিম নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আজিম বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। প্রেমঘটিত দ্বন্দ্বে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা সহপাঠীদের। ২০ মে ব্লাড ক্যানসারে (লিউকোমিয়া) আক্রান্ত হয়ে মারা যান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী রবিন হালদার।

৯ সেপ্টেম্বর জ্বরে আক্রান্ত হয়ে মারা যান আল-আমিন লেবু। ১১ জুলাই শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী রাহাত আরা রিমি হঠাৎ শ্বাসকষ্টে মারা যান। সর্বশেষ ১৮ ডিসেম্বর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাবরিনা আক্তার সড়ক দুর্ঘটনায় মারা যান। তিনি নোয়াখালীর সোনাইমুড়ীতে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় নিহত হন। এছাড়া ৭ জুলাই ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা নাসরিন বাবলি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা যান।

jagonews24

জবির খেলার মাঠ দখল করে মার্কেট নির্মাণ করছে ডিএসসিসি। ছবি: সংগৃহীত

ডিএসসিসির দখলে একমাত্র খেলার মাঠ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গত জুনে মার্কেট নির্মাণের উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ১৭ জুন এ নিয়ে ডিএসসিসিকে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে সিটি মেয়রের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখা করলে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে কোনো স্থাপনা নির্মাণ না করার আশ্বাস দেওয়া হয়। সে সময় খেলার মাঠ থেকে সব খুঁটি সরিয়েও নেওয়া হয়। কিন্তু বর্তমানে পুরো মাঠ খুঁড়ে মার্কেট নির্মাণের কাজ চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, প্রথমে সিটি করপোরেশন থেকে মাঠে মার্কেট নির্মাণ না করার আশ্বাস দেওয়া হলেও এখন সেই কথা রাখছেন না মেয়র।

গুচ্ছভর্তি পদ্ধতিতে প্রথমবার
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সমন্বয়ে গঠিত কমিটির সভায় গত ৪ ফ্রেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও গুচ্ছভর্তি প্রক্রিয়ায় যুক্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তারই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও গত ১৭ অক্টোবর বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটে, ২৪ অক্টোবর মানবিক বিভাগের ‘বি’ ইউনিটে এবং ১নভেম্বর বাণিজ্য বিভাগের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গুচ্ছভর্তি পরীক্ষার প্রতিটি প্রক্রিয়া নিয়েই নানান অভিযোগ উঠেছে। মাঝপথে ভর্তি পরীক্ষার আবেদন ফি বৃদ্ধি, পরীক্ষার কেন্দ্র নির্বাচন, প্রকাশিত ফলাফলে ত্রুটি, ভর্তি পরীক্ষার মেধা তালিকা না দেওয়া এবং বিষয় পছন্দের জন্য ফি দিয়ে আবেদন ইত্যাদি নিয়ে অসন্তুষ্টি দেখা গেছে। ফলে প্রথমবারের মতো অনুষ্ঠিত গুচ্ছভর্তি পরীক্ষা নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া দেখা গেছে।

ফের চালু হচ্ছে প্রফেশনাল কোর্স
শিক্ষকদের দাবির প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবারও প্রফেশনাল কোর্স চালু হচ্ছে। এ নিয়ে বিভিন্ন অনুষদের ডিনদের নিয়ে গঠিত একটি কমিটি কাজ করছেন। অভিন্ন নীতিমালায় খুব শিগগির প্রফেশনাল কোর্স চালু হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদকে মনোনয়নে অনিয়ম
বছরের শেষদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯-এ পছন্দের প্রার্থীকে মনোনয়ন দিতে নিয়মের ব্যত্যয়ের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়টির সব অনুষদে চূড়ান্ত ফলে সিজিপিএ পদ্ধতির ব্যবহার করলেও কলা অনুষদের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ভিন্ন নিয়ম অনুসরণ করা হয়েছে। এনিয়ে গত ২৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আবেদন করেন বঞ্চিত এক শিক্ষার্থী। তার আবেদনের প্রেক্ষিতে কোষাধ্যক্ষকে প্রধান করে কমিটি গঠন করা হয়।

রায়হান আহমেদ/এএএইচ/এমএস