ঢাবির প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা সোমবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত ‘প্রযুক্তি ইউনিটের’ ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা সোমবার সকাল ১০টা থেকে ১১টা ২০মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কার্জন হল ও উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং ক্যাম্পাসের বাইরে উইল লিটল্ ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজসহ মোট ৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ৫৩০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৪ হাজার ৬৩০জন।
পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো প্রকারের ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্রসহ প্রবেশে নিষেদ্ধজ্ঞা দেয়া হয়েছে। পরীক্ষার্থীদের স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে যথাসময়ে উপস্থিত থাকার জন্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. রফিকুল ইসলাম অনুরোধ করেছেন।
এমএইচ/এসকেডি/আরআইপি
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ সাংস্কৃতিক আয়োজনে ছাত্র-জনতার আন্দোলনকে স্মরণ
- ২ লেজুড়বৃত্তিক শিক্ষক রাজনীতির স্থান যেন ক্যাম্পাসে না হয়: সারজিস
- ৩ রোববার ঢাবিতে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি করবে ছাত্রদল
- ৪ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের ডাস্টবিন স্থাপন
- ৫ পাখিদের নিরাপদ আবাসস্থল নিশ্চিতে গাছে মাটির হাঁড়ি জাবি ছাত্রদলের