ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

মিরসরাই থেকে অপহৃত রুয়েট ছাত্র উদ্ধার

প্রকাশিত: ০৮:১৫ এএম, ২৩ ডিসেম্বর ২০১৫

অপহরণের ১৪ দিন পর রুয়েট শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান সোহাগকে চট্টগ্রামের মিরসরাই থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মিরসরাই উপজেলার একটি বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

অপহৃত ছাত্রলীগ নেতা সোহাগের বাবা আক্কাসউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তাকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং অপহরণের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিকেলের মধ্যেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হবে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।    

এর আগে গত ৯ ডিসেম্বর রাত ৩টার দিকে র‌্যাবের পোশাকধারী ৬/৭ জন তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় সোহাগের বাড়িতে যান। র‌্যাবের পোশাক পরা দেখে বাড়ির লোকজন দরজা খুলে দিলে তারা সোহাগের ঘরে ঢুকে ল্যাপটপ ও মোবাইলের মেমোরি কার্ডসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস চায়। সেগুলো নেয়ার পরই তারা সোহাগকে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে চলে যায়। এরপর সোহাগের বাবা ও শ্বশুর র‌্যাব রাজশাহীর সদর দফতর, বোয়ালিয়া থানা, ডিবি পুলিশ ও মতিহার থানায় খোঁজ নিলেও কোথায় তার সন্ধান পাওয়া যায়নি। পরে রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন সোহাগের বাবা।

ওই ঘটনায় ১৩ ডিসেম্বর রোববার রাতে নগরীর রাজপাড়া থানায় সোহাগের বাবা আক্কাসউজ্জামান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞাত র‌্যাব ও ডিবি পুলিশ এবং সোহাগের সহপাঠী নাবিলাকে আসামি করা হয়। পরে রুয়েট ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান সোহাগ অপহরণের ঘটনায় নারায়ণগঞ্জ ও রাজশাহী থেকে আটক দু’জনকে তিনদিনের রিমান্ডে নেয় পুলিশ।

শাহরিয়ার অনতু/এসএস/এমএস