ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবির মাস্টারপ্ল্যানে প্রধানমন্ত্রীর সন্তোষ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৬:৪০ পিএম, ১১ অক্টোবর ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ উপলক্ষে করা মাস্টারপ্ল্যান দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সন্তোষ প্রকাশ করে তিনি আরও কয়েক জায়গায় সমন্বয় করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে মাস্টারপ্ল্যান নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সাক্ষাৎ শেষে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন ঢাবি উপাচার্য।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের মাস্টারপ্ল্যান নিয়েছেন। দুই ঘণ্টা এটি নিয়ে আলোচনা করেছেন। মাস্টারপ্ল্যান দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী মাস্টারপ্ল্যানের কিছু জায়গায় সমন্বয় করতে বলেছেন। মাস্টারপ্ল্যানের কাজ ১৫ বছরের মতো লাগবে শুনে তিনি সময় আরও কমিয়ে আনতে বলেছেন।

আল-সাদী ভূঁইয়া/বিএ/এমএস