ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

গবেষণা চুরি ঠেকাতে শাবিতে টার্ন-ইট-ইন ব্যবহার বাধ্যতামূলক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | হজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) | প্রকাশিত: ০৯:৩৭ এএম, ০৭ অক্টোবর ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গবেষণায় প্ল্যাগারিজম চেকের জন্য ‘টার্ন-ইট-ইন’ পদ্ধতির ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। গবেষণা চুরি ঠেকাতে এবং মান বজায় রাখতে এটি করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বুধবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত গবেষণা প্রকল্পে প্ল্যাগারিজম চেকে ‘টার্ন-ইট-ইন’ ব্যবহারে পদ্ধতি শীর্ষক কর্মশালায় এ কথা জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে শাবিপ্রবি উপাচার্য বলেন, ‘গবেষণাকে মৌলিক এবং বিশ্বমানের করতে বাংলাদেশে প্রথমবারের মতো শাবিপ্রবির সব শিক্ষক ও গবেষকের টার্ন-ইট-ইন সফটওয়্যার ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে।’

jagonews24

তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণায় ভালো করছি। গবেষণা বাজেট বরাদ্দ আগামী বছর ১০ কোটি টাকায় উন্নিত করার কাজ চলছে। এখন শুধু প্রয়োজন গবেষণার মান বজায় রাখা।’

কর্মশালায় রিসোর্স পারসন হিসেব ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম। এতে সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইল।

মোয়াজ্জেম আফরান/এএএইচ/এএসএম