ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

মঙ্গলবার রুয়েট যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ১০:৩২ এএম, ১৭ নভেম্বর ২০১৪

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) চতুর্থ সমাবর্তনে যোগ দিতে মঙ্গলবার রাজশাহী যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতি ওই সমবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

রয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল আলম বেগ জানান, এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে গঠিত  বিভিন্ন কমিটি কাজ করছে। এরই মধ্যে ক্যাম্পাসের বিভিন্ন ভবন রং ও পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থাপনায় সাজসজ্জা ও আলোকায়ন করা হয়েছে।

এদিকে, রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন, নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।