বাকৃবিতে পরীক্ষা দিলেন ঢাবির ৪৪৫৩ ভর্তিচ্ছু
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ অক্টোবর) বেলা ১১টায় বাকৃবির বিভিন্ন কেন্দ্রে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন চার হাজার ৪৫৩ ভর্তিচ্ছু। উপস্থিতির হার ছিল ৮৭ দশমিক ৭৯ শতাংশ।
পরীক্ষার হল পরিদর্শন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. একেএম জাকির হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দিন প্রমুখ।
ঢাবি ভর্তিচ্ছু জাকির হোসেন জানান, প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা দিতে খানিকটা ভয় করছিল। কিন্তু পরিদর্শকরা অনেকটাই আন্তরিক থাকার কারণে খুব একটা সমস্যা হয়নি। পরীক্ষার হলের পরিবেশ শান্ত ও স্বাভাবিক থাকায় বেশ ভালোভাবেই পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি।
বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, পরীক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পেরেছেন। কোথাও কোনো ধরনের সমস্যা হয়নি। সকল কেন্দ্রে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হয়েছে।
আরএইচ/এএসএম