ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবির ক ইউনিটের ভর্তি পরীক্ষায় রাবিতে উপস্থিত ৮৪ শতাংশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | রাজশাহী বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৩:২৭ পিএম, ০১ অক্টোবর ২০২১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন ও ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক একরামুল হামিদ বলেন, প্রথমদিনে মোট পরীক্ষার্থী ছিলেন ১৪ হাজার ৯৮ জন। এরমধ্যে উপস্থিত ছিলেন ১১ হাজার ৮৫০ জন। আর দুই হাজার ২৪৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল ৮৪ দশমিক শূন্য ৫ শতাংশ।

jagonews24

পরীক্ষা চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শনিবার (২ অক্টোবর) একই সময়ে ‘খ’ ইউনিটের পরীক্ষা অনষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নেবেন ছয় হাজার ৩৭১ জন ভর্তিচ্ছু।

বিশ্ববিদ্যালয় সূত্র আরও জানায়, ৯ অক্টোবর ‘চ’ এবং ২২ ও ২৩ অক্টোবর যথাক্রমে ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গ ইউনিটে এক হাজার ৮২৪ জন ও ঘ ইউনিটে ১২ হাজার ১ জন শিক্ষার্থী অংশ নেবেন।

সালমান শাকিল/এসআর/এএসএম