ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জাবি ছাত্র বনীকে ছেড়ে দিলো র‍্যাব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২১

জিজ্ঞাসাবাদ শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র বনী আমিন ফকিরকে ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন র‍্যাব-৪ এর কমান্ডিং অফিসার (সিও) মোজাম্মেল হক।

তিনি বলেন, ওই শিক্ষার্থীর বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। আজ তার বাবা ও ফুপা আমাদের কাছে এসেছিল। জিজ্ঞাসাবাদ শেষে ওই শিক্ষার্থীকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বনী আমিনের বাবা আবদুল জলিল বলেন, কিছু জিজ্ঞাসাবাদ শেষে বনীকে আমার সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। বনী এখন আমার সঙ্গেই আছে।

এর আগে ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকা থেকে বনীকে র‍্যাব পরিচয়ে তুলে নিয়ে যান সাদা পোশাকের কয়েকজন সদস্য।

ফারুক হোসেন/এসজে/জিকেএস