ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবির সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৪:০৪ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২১

রাজধানীর চাঁনখারপুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

শিক্ষার্থীর নাম মাসুদ আল মাহাদী (অপু)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী ছিলেন। চাঁনখারপুল এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এই শিক্ষার্থীর মৃত্যুর খবর জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, আমাদের এক সাবেক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। এখন বিস্তারিত জানার চেষ্টা করছি।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম জাগো নিউজকে জানান, ঢাবির এক সাবেক শিক্ষার্থী আত্মহত্যার খবর পেয়েছি। ঘটনাস্থলে টিম নিয়ে আমি নিজেই আছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

জেডএইচ/এমএম