ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

টিকার আওতায় রাবির দুই-তৃতীয়াংশ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | রাবি | প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ১৭ আগস্ট ২০২১

করোনার টিকাদান কর্মসূচিতে নাম অন্তর্ভুক্তির মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রায় ২০ হাজার শিক্ষার্থী টিকার আওতায় আসছেন, যা মোট বর্তমান শিক্ষার্থীর দুই-তৃতীয়াংশের বেশি।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আইসিটি দফতরের পরিচালক অধ্যাপক ড. বাবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, টিকাদান কর্মসূচিতে নাম অন্তর্ভুক্তির জন্য চতুর্থ ধাপে গত ২৮ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত প্রায় এক হাজার দুইশত শিক্ষার্থী তথ্য জমা দিয়েছেন। আজ ১৭ আগস্টও তথ্য জমাদানের নির্দিষ্ট লিংকটি খোলা রাখা হয়েছে। আগামী দুই একদিনের মধ্যে এসব তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইউজিসিতে পাঠানো হবে। খুব দ্রুতই তারা করোনার টিকার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে পারবেন।

তিনি বলেন, প্রথম তিনটি ধাপে প্রায় ১৯ হাজার শিক্ষার্থীর তথ্য টিকা নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট দফতরে জমা দেয়া হয়। এর মাধ্যমে প্রায় ২০ হাজার শিক্ষার্থী টিকার আওতায় আসছেন।

অধ্যাপক বাবুল ইসলাম বলেন, আমাদের ডাটাবেজে বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষার্থী সংখ্যা ২৯ হাজারের একটু বেশি। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর দুই তৃতীয়াংশের বেশি শিক্ষার্থী টিকার আওতায় আসছেন বলা যায়।

এছাড়া ১ম, ২য় ও তৃতীয় ধাপে তথ্য জমা দিয়েও কেউ সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশনের জন্য নির্বাচিত না হলে তাদের দ্রুত বিশ্ববিদ্যালয়ের আইসিটি দফতরের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানান তিনি।

এদিকে জাতীয় পরিচয়পত্র না থাকায় এখনও টিকার আওতায় আসতে পারেননি কয়েক হাজার শিক্ষার্থী। বিকল্প উপায়ে টিকা নিবন্ধনের সুযোগ চান তারা।

সালমান শাকিল/আরএইচ/এএসএম