ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ইবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের ভরাডুবি

প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৫

গ্রুপিংয়ের কারণে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের ভরাডুবি হয়েছে। অন্যদিকে পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক প্যানেল। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক প্রফেসর ড. এমতাজ হোসেন সভাপতি এবং সাধারণ সম্পাদক দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক প্রফেসর ড. অলী উল্যাহ হিসেবে নির্বাচিত হয়েছেন।

রোববার রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন প্রফেসর ড. কাজী আখতার হোসেন এ ফলাফল ঘোষণা করেন। এতে সহ-সভাপতি হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিস বিভাগের শহীদ মো. শহীদ, মো. রেজওয়ান (১৩৫), যুগ্ম-সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান (১৪৭), অর্থ-সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সকাল ৯টা শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত অনুষদ ভবনের ৪২৬ নং কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন। এ নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. এমতাজ হোসেন (১৪৮) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর অলী উল্ল্যাহ (১৩১)।

আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর মাহবুবর রহমান (১৩৩), সদস্য হিসেবে প্রফেসর ড. আবুল বারাকাত (১৩২), শহীদুল ইসলাম নূরী (১৩৬), প্রফেসর ড. আবু সিনা (১৩৩), প্রফেসর ড. এম এয়াকুব আলী (১২০), প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান (১৩৩), প্রফেসর ড. রুহুল আমিন ভূইয়া (১২৯), ড. নূরুন নাহার (১৩৯), এ এস এম সরফাজ নেওয়াজ (১৩৪), ড. রেজাউল করিম (১৩৫), ড. আবুল কালাম আজাদ (১২৯) নির্বাচিত হয়েছেন।

এআরএ/বিএ

আরও পড়ুন