ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিতে হবে অ্যাসাইনমেন্ট

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৬:১১ পিএম, ০৯ আগস্ট ২০২১

করোনা পরিস্থিতিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুলের এসএসসি, এইচএসসি ও নিশ প্রোগ্রামের শিক্ষার্থীদের বিকল্প মূল্যায়ন হিসেবে অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (৯ আগস্ট) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো. আবুল কাসেম শিখদার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এসএসসি পর্যায়ে নৈর্বাচনিক আটটি বিষয়ে এবং এইচএসসি পর্যায়ে নৈর্বাচনিক পাঁচটি বিষয়ে এ অ্যাসাইনমেন্ট স্বহস্তে লিখে নির্দিষ্ট স্টাডি সেন্টারে জমা দিতে হবে। বাউবির ওয়েবসাইট থেকে বিস্তারিত জানা যাবে।

মো. আমিনুল ইসলাম/এসজে/এমএস