ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

পরীক্ষায় জালিয়াতি সাক্ষাতকারে আটক

প্রকাশিত: ০৮:৪৯ এএম, ১২ ডিসেম্বর ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ই ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতি মৌখিক পরীক্ষায় ধরা পড়ায় এক ভর্তিচ্ছুকে আটক করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক সর্ম্পক বিভাগে চূড়ান্ত ভর্তির জন্য সাক্ষাৎকার দেয়ার সময় আটক করা হয়।

পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। আটক এখলাসুর রহমান নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার গোলাম মোস্তফার ছেলে। ই ইউনিটে (সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষায় ৪২তম হয়েছিলেন এখলাসুর রহমান।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক আবুল কাশেম বলেন, সাক্ষাৎকার গ্রহণের সময় এক শিক্ষার্থীর ওপর সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের জন্য তাকে প্রক্টর দফতরে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর তারিকুল হাসান জাগো নিউজকে বলেন, সাক্ষাৎকার গ্রহণের সময় ওএমআর শিটে থাকা হাতের লেখার সঙ্গে এখলাসের হাতের লেখা মিল না থাকায় তাকে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে এখালাস স্বীকার করে তার পরিবর্তে অন্য একজন ভর্তি পরীক্ষা দিয়েছিল। তবে কে দিয়েছিল তার নাম জানায় নি এখলাসুর রহমান।

ভর্তিচ্ছু এখলাসুর রহমান বলেন, ভর্তি পরীক্ষায় আমার পরিবর্তে একজন অংশগ্রহণ করেছিল। তবে এ ব্যাপারে আমার বাবা জানেন। তবে তারিকুল হাসান বলেন, তার (এখলাস) বাবার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি কিছুই জানেন না।

রাশেদ রিন্টু/এসএস/আরআইপি