ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

করোনায় মারা গেলেন পাবিপ্রবির আরও এক শিক্ষার্থী

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ১২:১৮ এএম, ২৬ জুলাই ২০২১

করোনায় আক্রান্ত হয়ে মেহেদি হাসান (২১) নামের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২৫ জুলাই) সকালে তিনি মারা যান। তিনি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন।

এর আগে করোনা আক্রান্ত হয়ে শুক্রবার (২৩ জুলাই) সকালে শারমিন সুলতানা শাম্মী নামের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা যান।

পাবিপ্রবির বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. এম আব্দুল আলীম রাতে এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বেশ কয়েকদিন ধরে মেহেদি ঠান্ডা-জ্বরে ভুগছিলেন। করোনা পজিটিভ ধরা পরার পর রোববার সকালে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে করোনা আক্রান্ত হয়ে শুক্রবার শারমিন সুলতানা শাম্মী নামের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা যান। তিনি ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মান প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

আমিন ইসলাম/এসআর