ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

টিকা নিতে খুবির অনাবাসিক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | খুলনা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১৪ জুলাই ২০২১

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সব অনাবাসিক শিক্ষার্থীদের করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন গ্রহণের জন্য সঠিকভাবে তথ্য পূরণের আদেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৪ জুলাই) খুবি প্রশাসন শাখা রেজিস্টারের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের বিষয়টি জানিয়ে দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত লিংক ব্যবহার করে শিক্ষার্থীরা তথ্য ছক পূরণ করতে পারবেন। লিংকে শিক্ষার্থীর আইডি, শিক্ষার্থীর নাম, ডিসিপ্লিনের নাম, সংশ্লিষ্ট হলের নাম ও এনআইডি অথবা জন্মনিবন্ধন নম্বর পূরণ করে সাবমিট করতে হবে। অনলাইনে অনাবাসিক শিক্ষার্থীদের তথ্যের ছক পূরণের শেষ সময় ১৭ জুলাই (শনিবার)।

এর আগে, আবাসিক শিক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করার নির্দেশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রশনকৃত আবাসিক সব শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। আবাসিক শিক্ষার্থীরা পছন্দকৃত কেন্দ্র থেকে বর্তমানে করোনার প্রথম ডোজের টিকা নিতে পারছেন।

এসজে/এমএস