ঢাবির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম স্থগিত করা হয়েছে। দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ জুলাই বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করার কথা ছিল। এছাড়া আগামী ৩১ জুলাই ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় পূর্বঘোষিত ১০ জুলাই ২০২১ তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’, ‘খ’, ‘গ’, ‘ঘ’ ও ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম স্থগিত করা হলো। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখের বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই পরীক্ষার্থীদের অবহিত করা হবে।
বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় আমরা ভর্তিচ্ছুদের প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম আপতত স্থগিত রেখেছি।’
তিনি বলেন, ‘সাধারণত প্রবেশপত্রে ভর্তি পরীক্ষার তারিখটি উল্লেখ করা থাকে। সারাদেশে করোনা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে ভর্তিচ্ছুদের আগামী ৩১ তারিখের প্রথম পরীক্ষাটি নেয়া নিয়ে সংশয় রয়েছে। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এটি আপাতত স্থগিত রাখার।’
‘কিছুদিনের মধ্যে যদি করোনা পরিস্থিতির উন্নতি হয়, তাহলে ২০ তারিখের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম আবার চালু করতে পারব। এখন এটা করলে শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি তৈরি হতে পারে’ বলেন অধ্যাপক মোস্তাফিজুর।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জাগো নিউজকে বলেন, ‘আমরা আপাতত প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি স্থগিত রাখার জন্য বলছি। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলতে পারছি না।’
আল-সাদী ভূঁইয়া/এএএইচ/জিকেএস