নোবিপ্রবি শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনার সিদ্ধান্ত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক-অনাবাসিক সব শিক্ষার্থীদের করোনাভাইরাসের ভ্যাকসিনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম।
তিনি বলেন, ‘মঙ্গলবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
এদিকে হল প্রভোস্টদের স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় রোল-আইডি, শিক্ষার্থীর নাম, প্রভিশনাল এনআইডি, জন্ম নিবন্ধন বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র (জাতীয় পরিচয়পত্র থাকলে পরিচয়পত্রের নাম্বার প্রদান বাধ্যতামূলক), মোবাইল নাম্বার, কক্ষ নম্বর (হলে বসবাসরত শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য) আবাসিক-অনাবাসিক (আবাসিক হলে আবাসিক অনাবাসিক হলে অনাবাসিক) লিখে নিজ নিজ হলের ই-মেইলে তথ্য পাঠাতে বলা হয়েছে। ১২ জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদের এসব তথ্য দিতে বলা হয়।
যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই তাদের এনআইডি, প্রভিশনাল এনআইডি, জন্ম নিবন্ধন বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র কপি সংযুক্ত করে তথ্য প্রেরণ করতে বলা হয়েছে (এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিভিল সার্জন/স্বাস্থ্য মন্ত্রণালয়/শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে শিক্ষার্থীদের পরবর্তী সিদ্ধান্ত জানাবেন এবং সিদ্ধান্তের আলোকে কাজ করতে হবে)।
ইকবাল হোসেন মজনু/এসজে/জিকেএস