ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জাবি হ্যান্ডবল টিমের উপর শাবি শিক্ষকের নেতৃত্বে হামলা

প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৫

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় হামলার শিকার হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) হ্যান্ডবল টিমের সদস্যরা। মঙ্গলবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ হামলার ঘটনা ঘটে। শাবি গণিত বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক রেজাউল আহমেদ শাওনের নেতৃত্বে ২০-২৫ জন শিক্ষার্থী জাবি টিমের উপর হামলা চালায় বলে জনা গেছে।

এসময় জাবি গণিত বিভাগের শিক্ষক আশরাফুল আলম লাঞ্ছিত হন ও টিমের সাত সদস্য আহত হন। আহতরা হলেন নাহিদ বিন ওয়াহেদ, রিফাত আকন্দ অন্তর, নাজিব রহমান, সজিব হোসাইন, আমিরুল মাসুম, তাসরিক সন্ধি ও শাকিল মাহমুদ আহত হন।

জাবি হ্যান্ডবল টিমের খেলোয়াড় অন্তর বলেন, “শুরু থেকে রেফারি একপেশে সিদ্ধান্ত দিয়ে আসছিলেন। এক পর্যায়ে আমরা খেলা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়ে ঢিলে-ঢালাভাবে খেলছিলাম। এতে ক্ষিপ্ত হয়ে ওরা আমাদের টিমের উপর হামলা চালায়।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিমের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার ও গণিত বিভাগের শিক্ষক আশরাফুল আলম বলেন, “ওখানকার শিক্ষার্থীরা লাইন ক্রস করে আমাদের গোলরক্ষকের গায়ে হাত দিচ্ছিলেন, এছাড়া রেফারি শুরু থেকে একপেশে সিদ্ধান্ত দিচ্ছিলেন। এতে আমাদের ছেলেরা খেলতে না চাওয়ায় শাবি শিক্ষার্থীরা আমাদের ছেলেদের উপর হামলা চালায়। আমি উভয় পক্ষকে নিবৃত্ত করার জন্য চেষ্টা করছিলাম। এক পর্যায়ে একলোক ‘এখানে নাটক করতে এসেছিস?’ বলে আমার উপর হামলা করে। পরে জানতে পারলাম উনি ওখানকার একজন শিক্ষক।”

শাহজালাল বিজ্ঞান ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী হামলার ঘটনা স্বীকার করে বলেন, “এটা একটা দুঃখজনক ঘটনা। ওই শিক্ষক কী কারণে হঠাৎ উত্তেজিত হয়ে গেলেন তা বুঝতে পারছি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে অবগত আছে। পরবর্তীতে সবকিছু সমাধান হয়ে গেছে।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মেহেদী ইকবাল জানান, এ ঘটনায় স্পোর্টস কমিটির নিকট জাবি প্রশাসন অভিযোগ করবে।

হাফিজুর রহমান/বিএ