ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ব্যাধি প্রতিকারের চেয়ে প্রতিরোধই বেশি প্রয়োজন

প্রকাশিত: ১১:৫৩ এএম, ০৮ ডিসেম্বর ২০১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, সংক্রামক ব্যাধি প্রতিকারের চেয়ে প্রতিরোধই বেশি প্রয়োজন। আর এভাবে সবার জন্য সু-স্বাস্থ্য নিশ্চিত করা গেলে দেশ ও জাতির উন্নয়ন এগিয়ে যাবে। কেনো না জাতির স্বাস্থ্যের সঙ্গে উন্নয়ন প্রত্যক্ষভাবে যুক্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সার্ভিসেস দফতর এবং ইউনি হেলথ ভ্যাক্সিনেশন সেন্টারের যৌথ উদ্যোগে সিনেট হলে ঘাতক ব্যাধি হেপাটাইটিস-বি ভাইরাস ও জরায়ু-মুখ ক্যান্সার রোগের উপর গণ-সচেতনতামূলক দুই দিনব্যাপী টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। কর্মসূচিতে সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য তুলে ধরেন বিষয় বিশেষজ্ঞ মো. রাশিদুল ইসলাম।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. নোমান উর রশীদ এ সময় আরো উপস্থিত ছিলেন সকল বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
                    
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি