টিকা নিতে চবির আবাসিক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার নির্দেশ
করোনার টিকা পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক শিক্ষার্থীরা। এক্ষেত্রে আবাসিক শিক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আজ আমাদের টিকা সংক্রান্ত বিষয়ে চিঠি দিয়েছে। চিঠির প্রেক্ষিতে দ্রুত সময়ের মধ্যেই টিকার জন্য সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করতে আবাসিক শিক্ষার্থীদের নির্দেশ দেয়া হয়েছে। রেজিস্ট্রেশন করলে দ্রুত সময়ের মধ্যেই শিক্ষার্থীদের টিকার জন্য ডাকা হবে।
তিনি আরও বলেন, যারা আগে বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণ করেছে তাদেরও সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে।
প্রসঙ্গত, গত মার্চে ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী চবির আবাসিক-অনাবাসিক সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সে লক্ষ্যে আবাসিক-অনাবাসিক শিক্ষার্থীদের পৃথক দুই অনলাইন ফরমে আবেদন করতে বলা হয়।
রোকনুজ্জামান/এএইচ/জেআইএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ যারা হলে ছাত্ররাজনীতি চায় না, তারা বিশেষ গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে
- ২ বুদ্ধিজীবী দিবসে জবি ছাত্রদলের চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা
- ৩ জবিতে ভর্তিযুদ্ধে অংশ নিতে ৮০ হাজারের বেশি শিক্ষার্থীর আবেদন
- ৪ একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে
- ৫ গোল্ডেন লাইনের বাস আটকে রেখেছে ইবি শিক্ষার্থীরা