ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

২৩ নভেম্বর থেকে জবিতে ভর্তি শুরু

প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১৩ নভেম্বর ২০১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষ `এ`, `বি`, `সি`, ও `ডি` ইউনিটের ১ম মনোনয়নে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২৩ নভেম্বর থেকে ভর্তি শুরু হচ্ছে। কোটায় মনোনয়নপ্রাপ্তদের ভর্তি শুরু হবে ১১ ডিসেম্বর থেকে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ম মনোনয়নপ্রাপ্তদের ভর্তি প্রক্রিয়া ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। আসন শূণ্য থাকা সাপেক্ষে ২য় মনোনয়নে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ৩ ডিসেম্বর হতে ৮ ডিসেম্বর, ৩য় মনোনয়নে নির্বাচিত শিক্ষার্থীদের ১১ ডিসেম্বর হতে ১৮ ডিসেম্বর এবং ৪র্থ মনোনয়নে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি ৩০ ডিসেম্বর হতে ১ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে।

বিষয় বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের তালিকা ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.jnu.ac.bd)-এ পাওয়া যাচ্ছে। আগামী ৫ জানুয়ারি ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হবে বলেও জানানো হয়।