ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

রুয়েটে চালু হচ্ছে আরও ২টি নতুন বিভাগ

প্রকাশিত: ০৬:২২ এএম, ০৭ ডিসেম্বর ২০১৫

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) এবং কেমিক্যাল ও ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং (সিএফপিই) নামে নতুন দুটি বিভাগ খোলা হচ্ছে।

২০১৫-১৬ শিক্ষাবর্ষে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগটিকে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদে অন্তর্ভুক্ত করে ৬০ জন শিক্ষার্থী এবং কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং (সিএফপিই) বিভাগটিকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদে অন্তভুক্ত করে ৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

রুয়েটের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এই নতুন বিভাগ দু’টি খোলা প্রসঙ্গে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম বেগ জাগো নিউজকে বলেন, বিভাগ দু’টি সরকারের ডিজিলাইটেজশন প্রক্রিয়াকে এগিয়ে নিতে বিশেষভাবে সহায়ক হবে। এছাড়া নিরাপদ খ্যাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতে নতুন প্রযুক্তি উদ্ভাবনে সহায়ক ভুমিকা রাখবে।

রাশেদ রিন্টু/এমজেড/এমএস