ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

সিপিবি সভাপতিকে প্রাণনাশের হুমকিদাতাকে গ্রেফতারের দাবি

প্রকাশিত: ১২:৩০ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৫

কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকে হত্যা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শরিয়া আইন চালুর জনমত তৈরি’র হুমকির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হুমকিদাতাকে গ্রেফতারের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ। রোববার দুপুরে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি তন্ময় ধর ও সাধারণ সম্পাদক দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

প্রসঙ্গত, শুক্রবার রাতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকে ই-মেইলের মাধ্যমে তার প্রাণনাশ এবং “মিশন জিহাদ” নামে ‘শরিয়া আইন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করা যেতে পারে’ বলেও হুমকি দেয়া হয়েছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশে পাকিস্তানি তথা সাম্প্রদায়িক মতাদর্শকে চিরতরে পরাজিত করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও সাম্প্রদায়িক শক্তি সবসময়ই পরাজিত। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এখানে রয়েছে সুদীর্ঘ, গৌরবোজ্জ্বল সংগ্রাম। ১৯৮৯ সাল থেকে এখানে শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।

এই ক্যাম্পসে পুনরায় সাম্প্রদায়িক শক্তির উথান ছাত্রসমাজ কখনোই মেনে নেওয়া হবে না উল্লেখ করে নেতৃবৃন্দ সরকারের প্রতি অবিলম্বে এই হুমকিদাতাকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানান। অন্যথায় অসাম্প্রদায়িকতার ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে অতীতের মত ছাত্রসমাজকে সাথে নিয়ে তাদের নির্মূল করা হবে বলে নেতারা হুঁশিয়ার করে দেন।

হাফিজুর রহমান/এসএইচএস/আরআইপি