ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় জবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:৪৮ এএম, ০৬ ডিসেম্বর ২০১৫

সড়ক দুর্ঘনটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থপনা বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী মাশুক খান নিহতের ঘটনায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।  রোববার সকাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ রেখে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

এসময় তারা বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট নিরসনে কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণে নানা স্লোগান দেয়। তাছাড়া  মাশুক খান নিহতের ঘটনায় দৈনিক প্রথম আলোতে দেয়া বিশ্ববিদ্যালয় প্রক্টরের বক্তব্য প্রত্যাহারের জন্য দুপুর ১টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। আর যদি বক্তব্য প্রত্যাহার করা না হয় তাহলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় এই রকম দায়িত্বশীল একজন ব্যক্তির দায়সারা গোছের বক্তব্য অত্যন্ত অপমানজনক এবং শিক্ষা পরিপন্থী।

প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর সাভার থেকে বিশ্ববিদ্যালয়ে আসার পথে বাস থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় মাশুক। পরে গত বৃহস্পতিবার জাতীয় নিউরোলজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সুব্রত মন্ডল/এসকেডি/এমএস

আরও পড়ুন