ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জবি শিক্ষার্থীদের টিকা নিবন্ধন কার্যক্রম শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জবি | প্রকাশিত: ০১:২৪ পিএম, ০৪ জুন ২০২১

করোনাভাইরাসের টিকা নিশ্চিত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও গবেষকদের জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য তথ্যাদি প্রেরণের জন্য আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক ও স্নাতকোত্তরের সব শিক্ষার্থী এবং এমফিল ও পিএইচডি গবেষকদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে তাদের তালিকা স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হবে। এ জন্য জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) শিক্ষার্থী ও গবেষককে ইংরেজি ক্যাপিটাল লেটারে জরুরি ভিত্তিতে আগামী ১০ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্যাদি প্রদানের জন্য অনুরোধ করা হলো।

পরবর্তীতে শিক্ষার্থী ও গবেষকদের করণীয় সম্পর্কে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রায়হান আহমেদ/এএএইচ