ইবিতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকীপালিত হয়েছে।
রোববার (৩০ মে) ইবি ক্যাম্পাসের শেখপাড়া বাজারে বিভিন্ন কর্মসূচি পালন করে ছাত্রদলে নেতাকর্মীরা।
বেল ১১ টায় শেখপাড়া বাজার থেকে একটি র্যালি বের হয়ে সেটি থানা গেটে গিয়ে শেষ হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সাংগঠনিক সম্পাদক আবু খায়ের, দফতর সম্পাদক সাহেদ আহম্মেদ, ছাত্রদল নেতা আবু দাউদ, মাসুদ রুমী মিথুন, আনোয়ারুল ইসলাম, রোকনউদ্দিন, মামুন, মনিরুল ও রাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
ছাত্রদলের দফতর সম্পাদক সাহেদ আহম্মেদ বলেন, আমরা র্যালি নিয়ে ভিত্তিপ্রস্তরে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাঁধা দেয়। পরে শেখপাড়া বাজারে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
একই দিন বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মতিনুর রহমান, অধ্যাপক ড. লুৎফর রহমান, অধ্যাপক ড. মোহাম্মাদ সেলিম ও অধ্যাপক আব্দুল মোমিন উপস্থিত ছিলেন।
এছাড়াও কর্মকর্তাদের মধ্যে হাফিজুর রহমান, মীর সিরাজুল ইসলাম বিপু, পারভেজ মিয়া, জামিরুল ইসলাম ও এনামূল হক উপস্থিত ছিলেন।
রায়হান মাহবুব/আরএইচ/জেআইএম