ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবি ছাত্র হাফিজুরের মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাবি | প্রকাশিত: ০৩:৩৮ এএম, ২৫ মে ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র হাফিজুর রহমানের মৃত্যুর সকল ঘটনার তথ্য বিশ্লেষণ করে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন তৈরির জন্য চার সদস্যর একটি তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে। সোমবার (২৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একে এম গোলাম রব্বানী জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

সহকারী প্রক্টর ও ফলিত গণিত বিভাগে সহযোগী অধ্যাপক লিটন কুমার সাহাকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ক্লিনিক্যাল ফার্মাসি ও ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল মুকিত, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম এল পলাশ, মৎস্য বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনওয়ার হোসাইন।

এমআরএম