ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জাবির সঙ্গে সিসিডিবি’র সমঝোতা চুক্তি সই

প্রকাশিত: ০২:৩৩ পিএম, ০১ ডিসেম্বর ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সঙ্গে ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)’র সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার বিবিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের উপস্থিতিতে প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারক চুক্তিপত্রে স্বাক্ষর করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের এবং সিসিডিবির নির্বাহী পরিচালক জয়ন্ত অধিকারী।

এ চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের সঙ্গে সিসিডিবি আবহাওয়া, জলবায়ু, পানি দূষণ, পরিবেশ রক্ষা বিষয়ে দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণা করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরিবেশবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ. এন. এম. ফখরুদ্দিনসহ বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

হাফিজুর রহমান/এসকেডি/আরআইপি