ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

টিকা নিতে রাবি শিক্ষার্থীদের ২৪ মের মধ্যে রেজিস্ট্রেশনের নির্দেশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | রাজশাহী বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ১০ মে ২০২১

করোনাভাইরাস প্রতিষেধক টিকা নিতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর জমা দেয়ার নির্দেশনা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশসনা। আগামী ২৪ মে-এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে নম্বরটি দিতে হবে।

সোমবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচিতে তাদের নাম অন্তর্ভূক্তির লক্ষ্যে আগামী ২৪ মে এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এই লিঙ্কে গিয়ে জাতীয় পরিচয়পত্রের নম্বর জমা দিতে হবে।

বিষয়টি নিশ্চিত করে জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আজিজুর রহমান বলেন, এর আগে ৪০ বছরের নিচে বয়স থাকা শিক্ষকদের প্রায় ২৩৬ জন এবং ১৯৫ জন কর্মকর্তা-কর্মচারীর জাতীয় পরিচয়পত্রের নম্বর স্বাস্থ্য অধিদফতর ও ইউজিসিতে পাঠানো হয়েছে। এবার শিক্ষার্থীদের টিকা দেয়ার প্রক্রিয়া শুরু করা হচ্ছে।

সালমান শাকিল/এএএইচ/এমএস