ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

শাবিপ্রবির ল্যাবে করোনা শনাক্তের হার নিম্নমুখী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট | প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ০৪ মে ২০২১

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরুর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্তের হার হঠাৎ বেড়ে গেলেও সর্বশেষ এক সপ্তাহে এ হার নিম্নমুখী অবস্থানে রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারী অধ্যাপক ও ল্যাব ইনচার্জ হাম্মাদুল হক জানান, গত এক সপ্তাহে ১৪৬২টি নমুনা পরীক্ষায় ২৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেটের ১৩৯ জন, সুনামগঞ্জের ২৬ জন, মৌলভীবাজারের ৫৪ জন ও হবিগঞ্জের ৫৫ জন রয়েছেন।

গত মঙ্গলবার (২৭ এপ্রিল) ১৮৮টি নমুনা পরীক্ষায় ৩৮ জনের পজিটিভ রিপোর্ট আসে। এদের মধ্যে সিলেট জেলার ২৬ জন, সুনামগঞ্জের একজন, মৌলভীবাজারের ছয়জন ও হবিগঞ্জের পাঁচজন রয়েছেন।

বুধবার (২৮ এপ্রিল) ২৮১টি নমুনা পরীক্ষায় ৪২ জনের রিপোর্ট আসে পজিটিভ। এদের মধ্যে সিলেট জেলার ১১ জন, সুনামগঞ্জের পাঁচজন, মৌলভীবাজারের ১৪ জন ও হবিগঞ্জের ১২ জন রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪২ জনের পজিটিভ রিপোর্ট আসে। এদের মধ্যে সিলেট জেলার ২২ জন, সুনামগঞ্জের একজন, মৌলভীবাজারের ১০ জন ও হবিগঞ্জের নয়জন রয়েছেন।

২৪৯টি নমুনা পরীক্ষায় ৩৬ জনের রিপোর্ট পজিটিভ আসে শুক্রবার (৩০ এপ্রিল) । এদের মধ্যে সিলেট জেলার ১০ জন, সুনামগঞ্জের ১১ জন, মৌলভীবাজারের পাঁচজন ও হবিগঞ্জের ১০ জন রয়েছেন।

রোববার (২ মে) ৮৬টি নমুনা পরীক্ষায় ২৬ জনের পজিটিভ রিপোর্ট আসে এবং এদের সবাই সিলেট জেলার বাসিন্দা।

২৮২টি নমুনা পরীক্ষায় ৫১ জনের রিপোর্ট পজিটিভ আসে সোমবার (৩ মে)। এদের মধ্যে সিলেট জেলার ২৬ জন, সুনামগঞ্জের দুজন, মৌলভীবাজারের ১৪ জন ও হবিগঞ্জের নয়জন রয়েছেন।

সর্বশেষ মঙ্গলবার (৪ মে) ১৮৮টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে সিলেট জেলার ১৬ জন, সুনামগঞ্জের ছয়জন, মৌলভীবাজারের পাঁচজন ও হবিগঞ্জের ১০ জন রয়েছেন।

মোয়াজ্জেম আফরান/এসআর/জেআইএম