ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

যবিপ্রবির তিন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০২:৩২ পিএম, ২৮ নভেম্বর ২০১৫

মারপিট ও নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়ার অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) তিন শিক্ষার্থীর বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে।

শনিবার বিকেলে মামলাটি করেন শহরের শংকরপুর সার গোডাউনের পূর্বপাশের বাসিন্দা সুলতান তালুকদারের ছেলে শহিদুল ইসলাম। অভিযুক্তরা হলো, যবিপ্রবির ছাত্র ওলিউর রহমান, ফারুক হোসেন এবং ফরহাদ হোসেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, শহিদুল ইসলাম শুক্রবার বিকেলে স্ত্রী রুনা বেগম এবং তার এক বন্ধু জাহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে চৌগাছা থেকে শংকরপুরে ফিরছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে পৌছলে ওই শিক্ষার্থীসহ আরো কয়েকজন তাদের গতিরোধ করে। এরপর শহিদুলকে মারপিট করে তার কাছে থাকা ৩৩ হাজার টাকা, তার স্ত্রী রুনা বেগমের কাছ থেকে ১২ আনা ওজনের একটি সোনার চেইন এবং বন্ধু জাহিদুলের কাছ থেকে ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। বাঁধা দিতে গেলে তারা শহিদুল এবং জাহিদুলকে মারপিট করে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এড়িয়ে আসলে ওই তিন শিক্ষার্থী পালিয়ে যায়।

মিলন রহমান/এমএএস/আরআইপি