ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবি ক্যাম্পাস থেকে আটক ৩৩ মাদকসেবিকে কোর্টে চালান

প্রকাশিত: ০৭:২৮ পিএম, ২৭ নভেম্বর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে আটক ৩৩ জন মাদকসেবিকে কোর্টে চালান দিয়েছে শাহবাগ থানা পুলিশ। প্রসিকিউশনের মাধ্যমে শুক্রবার আটকদের কোর্টে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

আটকদের একজন ঢাবি শিক্ষার্থী আর বাকিরা বহিরাগত। বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী জানান, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে গাঁজা সেবনের অভিযোগ পাওয়া যায়। যা ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করছিল। এ অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ক্যাম্পাসে অভিযান চালায়। অভিযানের প্রথম পর্যায়ে দুপুরে আইবিএ গ্যারেজ থেকে ৭ জন এবং সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে ২৬ জনকে আটক করে শাহবাগ থানা পুলিশে সোপর্দ করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, গাঁজা সেবনের দায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩৩ জনকে শাহবাগ থানায় সোপর্দ করে। আজ (শুক্রবার) প্রসিকিউশনের মাধ্যমে তাদেরকে কোর্টে চালান দেয়া হয়েছে।

এ ব্যাপারে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ঘটনাটি আমি শুনেছি। বর্তমানে আমি বাহিরে আছি। ক্যাম্পাসে এ ধরণের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। ঢাবি প্রশাসন এ ধরণের কর্মকাণ্ড প্রতিরোধে সবসময় সতর্ক রয়েছে।

এমএইচ/আরএস