ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

খালেদার সুস্থতা কামনায় ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৯:২৪ পিএম, ১৩ এপ্রিল ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দোয়া ও মিলাদ মাহফিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ঢাবি ছাত্রদলের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, ঢাবি ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব মো. আমানউল্লাহ আমানসহ নেতারা।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়াসহ দেশবাসীর জন্য দোয়া করা হয়।

আল-সাদী ভূঁইয়া/এএএইচ/এএসএম