ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

লেখক-প্রকাশক হত্যার বিচারের দাবিতে জবিতে ছাত্রফ্রন্টের সমাবেশ

প্রকাশিত: ১২:১২ পিএম, ২৫ নভেম্বর ২০১৫

মুক্তবুদ্ধির লেখক প্রকাশক হত্যাকাণ্ডের প্রতিবাদে সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রফ্রন্ট ।  বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্যের সামনে শিক্ষক-শিক্ষার্থী-লেখক-প্রকাশক-অভিভাবকবৃন্দ ব্যানারে এ সমাবেশ আয়োজন করে শাখা ছাত্রফ্রন্ট।
 
সমাবেশে বক্তারা বলেন, মুক্তচিন্তার উপর আক্রমণ মানুষের বহু বছরের অর্জিত গণতান্ত্রিক অধিকারবোধের পরিপন্থী, নতুন জ্ঞান সৃষ্টির পথে অন্তরায়। অথচ স্বাধীনতার পর শাসক শ্রেণি প্রতিক্রিয়ার হাতকেই ক্রমাগত শক্তিশালী করেছে।

এর ফলে বলি হয়েছেন অধ্যাপক হুমায়ুন আজাদ, বিজ্ঞান লেখক অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাসসহ অনেকেই। এই তালিকায় সর্বশেষ যুক্ত হলেন ফয়সল আরেফিন দীপন। মতভিন্নতা থাকলেই  মানুষ খুন করা যৌক্তিক হয় না। তাহলে মানবিকতা মনুষ্যত্ববোধ মিথ্যে হয়ে যায়।
 
বক্তারা আরো বলেন-আজ আমরা প্রত্যেকে নিরাপত্তাহীন। দেশজুড়ে এক অসহনীয় পরিবেশ বিরাজ করছে। যেকোনো সময়ে আক্রান্ত হতে পারেন আপনি, আমি, আমরা সবাই। একমাত্র সংঘবদ্ধ প্রতিবাদই আমাদের রক্ষা করতে পারে।
 
বক্তারা অবিলম্বে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক অপূর্ব লাল রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শরীফুল চৌধুরী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জ.বি. শাখার সভাপতি মাসুদ রানা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জ.বি. শাখার সাধারণ সম্পাদক মেহেরার আজাদ, অর্থনীতি বিভাগের ছাত্র মোবাশ্বের আলম,ইতিহাস বিভাগের ছাত্র সাজ্জাদ হোসেন।

এছাড়া সংহতি জানান সাংবাদিকতা বিভাগের শিক্ষক বর্ণনা ভৌমিক, স্টুডেন্ট এয়েজ প্রকাশনীর প্রকাশক এতেশামুল হক, অ্যাডভোকেট বকুল চন্দ্র রায়। সমাবেশ পরিচালনা করেন হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র গোলাম রাব্বী।

এসএম/এসকেডি/আরআইপি