ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জবিতে সীমিত পরিসরে দাফতরিক কার্যক্রম পরিচালনার নির্দেশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জগন্নাথ বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৬:১২ পিএম, ৩১ মার্চ ২০২১

করোনাভাইরাস সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সরকারি নির্দেশনা মোতাবেক পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগামী ১ এপ্রিল থেকে সকল বিভাগ/দাফতরিক কার্যক্রম সীমিত রাখা ও নিয়মকানুন মেনে চলার নির্দেশ দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ এপ্রিল থেকে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অফিস খােলা থাকবে। ইনস্টিটিউট/বিভাগ/দফতরে ৫০ ভাগ জনবল দ্বারা (রােটেশনের মাধ্যমে) অফিস পরিচালনা করতে হবে এবং গর্ভবতী/অসুস্থ/বয়স ৫৫-ঊর্ধ্ব শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীর বাড়িতে অবস্থান করে কর্মসম্পাদনের ব্যবস্থা নিতে হবে।

জরুরি পরিষেবা প্রদানে নিয়ােজিত অফিস এবং নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেটের মতো জরুরি অত্যাবশ্যকীয় সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস ও তাদের কর্মকর্তা-কর্মচারীরা উপরােল্লিখিত কর্মঘণ্টার আওতাবহির্ভূত থাকবে। অফিসে আগত সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

অতীব জরুরি ব্যতীত সংশ্লিষ্ট সকলকে ইনস্টিটিউট/বিভাগ/দফতর প্রধানের মাধ্যমে রেজিস্ট্রার বরাবর অনলাইনে আবেদন করতে হবে। পরবর্তীতে অফিস সময়সূচি অনুয়ায়ী বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিস পরিবহন পরিচালনার ব্যবস্থা গ্রহণ করবেন। সকল ধরনের পরীক্ষা বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত বছরের শেষ পর্যায়ে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দাফতরিক কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় খোলে প্রশাসন। তবে সকল প্রকার ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

বিএ/এমএস