বেরোবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষিত সময়সূচি অনুযায়ী ৬, ৭, ৮ এবং ১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি কমিটি সূত্র জানায়, ভর্তি পরীক্ষার প্রথম দিন ৬ ডিসেম্বর (রোববার) কলা অনুষদভুক্ত `এ` ইউনিটের, দ্বিতীয় দিন ৭ ডিসেম্বর (সোমবার) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের, তৃতীয় দিন ৮ ডিসেম্বর (মঙ্গলবার) বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের এবং একই দিনে জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অপরদিকে রোকেয়া দিবস উপলক্ষে ৯ ডিসেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয় একদিনের বন্ধের পর ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের এবং একই দিনে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) থেকে আবেদনকারীরা অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে।
তিনি আরও জানান, পরীক্ষাকেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.brur.ac.bd) পাওয়া যাবে।
উল্লেখ্য, এ বছর ভর্তি পরীক্ষায় এক হাজার ৩০৮টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫৪ হাজার ২৯২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অংশ নিবেন ৪২ জন ভর্তিচ্ছু।
এসএস/এমএস